ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  • অন্যান্য

দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
জুলাই ২০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ । ৬৬ জন
দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’

দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রেজেন্টার ‘অপরাজিতা’। বুধবার (১৯ জুলাই) বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ -এর সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করেছে এআই প্রেজেন্টার।

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

সবশেষ গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই প্রেজেন্টার দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

 
চ্যানেল ২৪ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ইতিবাচক দিক আছে। এসবের সুবিধা আমরাও নিতে চাইছি। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।