ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

আমি মনে করি মোদি খুবই জ্ঞানী: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ । ৭০ জন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বুদ্ধিমান’ বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেও রুশ প্রেসিডেন্টের মুখে মোদির প্রশংসা শোনা গেছে।

এক অনুষ্ঠানে পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়া উভয়ের জন্যই অনুকূল বিষয় এটি।

অর্থনৈতিক সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার কথা বলেন পুতিন। এর আগে গত মাসেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেছে। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রশংসা করেছিলেন তিনি। গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রুশ প্রেসিডেন্টের মুখে।