ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

৪০ হাজার লিটার ডিজেল ট্রেন লাইনচ্যুত হয়ে খালে

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:০০ পূর্বাহ্ণ । ৮০ জন
৪০ হাজার লিটার ডিজেল খালে

হয়ে পড়ে যাচ্ছে ডিজেল

চট্টগ্রামে ডিজেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পাশের খালে গিয়ে পড়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ বলেন, ‘ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গুডস পোর্ট ইয়ার্ড চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।’