সুখী বয়স্ক দম্পতি দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে, এত বছরের সুখের দাম্পত্যের রহস্য কী? গবেষণায় দেখা যায়, যাদের বিয়ে দীর্ঘস্থায়ী ও সুখী হয়েছে তাদের মূলত ৫টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। আপনিও যদি সঙ্গীর সঙ্গে দীর্ঘ বিবাহিত জীবন কাটাতে চান তাহলে জেনে নিন এই পাঁচ বৈশিষ্ট্যের কথা।
১. যোগাযোগ
কর্নেল ইউনিভার্সিটি প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘদিন বিয়ে টিকে থাকার প্রধান বৈশিষ্ট্য হলো যোগাযোগ। গবেষকরা ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪০০ আমেরিকানদের নিয়ে জরিপ করেছেন, যারা কমপক্ষে ৩০ বছর ধরে বিয়ে বন্ধনে আবদ্ধ বা রোমান্টিক সম্পর্কে ছিলেন।