ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  • অন্যান্য

নির্মাণের ত্রুটি থাকায় ২১ বছরের পুরো পরিচালন করতে পারেনি বগুড়ার সুইমিং পুল

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ । ৬৫ জন
বগুড়ার সুইমিং পুল

নির্মাণের ত্রুটি থাকায় ২১ বছরের পুরো পরিচালন করতে পারেনি তিন কোটি টাকা ব্যয় নির্মিত বগুড়ার সুইমিং পুল। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন এটা সংস্কার রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত টাকা ও যন্ত্রপাতি নেই তাদের।
সুইমিং পুলটির সচল না থাকায় পুকুরে অনুশীলন করছে সাতারুরা। উদ্বোধনের পর মাত্র দুইবার আন্তজেলা উপজেলা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল এই পুলে। ২০০৪ সালে হয়েছিল বয়স ভিত্তিক একটিপ্রতিযোগিতা।

যন্ত্রপাতির পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের আন্তরিকতার অভাব কেউ দায়ী করলেন সাতারুরা। পোল্ট্রি সচল না থাকায় বগুড়া শহরের পৌর পার্কের পুকুরে প্রশিক্ষণ দেওয়া হয় নোংরা পানিতে।
আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার
প্রয়োজনেই পোল্ট্রি চালু করার দাবি এলাকাবাসীর।