fgh
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  • অন্যান্য

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্যগুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ । ১৮১ জন
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্যগুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় একজন মারা গেছেন। দগ্ধ হয়েছেন পাঁচজন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের নাম আওলাদ। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারী উপপরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরনো ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরো পাঁচজন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল, ডাল ও আটার গুদাম ছিল।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন। আরো পাঁচজন দগ্ধ হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে।