ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরোশনে রমজানের শুরুতেই অভিযান

ষ্টাফ রিপোর্টার:
মার্চ ২৪, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ । ৮৬ জন

বগুড়ায় ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরোশন করতে রমজানের শুরুতেই অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। পথে বসা বিভিন্ন দোকান এবং হকারদের জন্য শহরের চারটি পয়েন্টে বসার ব্যবস্থা করে  দিয়েছে। এগুলো হলো চাষী বাজার, শহীদ খোকন পার্ক, মোহাম্মাদ আলী হসপিটালের সামনের  খেলার মাঠ ও আলতাফুনেসা খেলার মাঠ । এর বাহিরে যে সকল স্থানে  দোকান বসাবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন প্রশাসন।

আজ সকালে ফতেহ আলী ব্রিজ এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যানজট বিরোধী এক অভিযান চলে । এ সময় অর্ধশতাধিক ফলের দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া বলেন, যারা বের্ধে দেওয়া স্থানে দোকান বসাবেন বরং ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফুটপাতে ব্যবসা করা দোকান জন্য সমস্যা হলেও বগুড়া সাধারণ মানুষ এ অভিযান কে স্বাগত জানিয়েছে। তারা চান এ অভিযান অব্যাহত থাক।