ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

নোকিয়ার আইকনিক লোগোতে পরিবর্তন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৮:১৭ পূর্বাহ্ণ । ১২৪ জন
৬ দশক পর নিজেদের আইকনিক লোগো পরিবর্তন করলো নোকিয়া। ছবি: সংগৃহীত

৬ দশক পর নিজেদের আইকনিক লোগো পরিবর্তন করলো নোকিয়া। তবে এইচএমডি গ্লোবাল-এর কাছে মুঠোফোনের মালিকানা থাকায় এ খাতে ব্যবহার হবে আগের লোগোই। বিশ্বজুড়ে ফাইভ-জির সম্প্রসারণ বাড়তে থাকায় চলতি বছর আয় বাড়ার আশা করছে নোকিয়া কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী এরিকসন ও হুয়াওয়ের দুর্বলতাগুলো কাজে লাগাতে উদ্যমী ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।

নব্বই-এর দশকের জনগণের জন্য হাতে হাত রাখা নীল রঙের নোকিয়া লোগোটি এখন শুধু স্মৃতিচারণের বিষয় হিসেবে থাকবে। কারণ প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো নিজেদের নীল রঙের লোগো পরিবর্তন করলো ফিনিশ টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটি।

নীল রঙের পরিবর্তে একগুচ্ছ রঙের ওপর সাদা অক্ষরে লেখা নোকিয়া প্রতিষ্ঠানটির নতুন লোগো হিসেবে ব্যবহার করা হবে। যেখানে হাতের বদলে দেখা যাবে তারের বন্ধন। চলতি বছর থেকে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। রিসেট, অ্যাকসিলারেট ও স্কেল নামের তিনটি ধাপে কাজ করছে তারা। বর্তমানে রিসেট পর্বের অংশ হিসেবে করা হয়েছে লোগো বদল।

তবে নোকিয়ার মুঠোফোন ব্যবহারকারীদের হতাশ হবার কিছুই নেই। কারণ অর্ধযুগ আগে মুঠোফোনের ব্যবসা এইচএমডি গ্লোবাল কিনে নেয়ায় সেখানে ব্যবহার হবে আগের নীল লোগো। একইসাথে এয়ারফোন, স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস ও ল্যাপটপের মালিকানা বদলে যাওয়ায় লোগো পরিবর্তন হবে না।

২০২২ সালে বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ এসেছে ফাইভ-জি নেটওয়ার্কের আওতায়। চলতি বছর এ তালিকায় যুক্ত হবে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশ। ফাইভ-জির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নোকিয়ার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে এরিকসন ও হুয়াওয়ে। সম্প্রতি ৮ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের নেতিবাচক প্রভাব এসেছে এরিকসনে। অন্যদিকে চীনা ব্র্যান্ড হওয়ায় বিশ্বের বহু দেশে নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ে। এ সুযোগ কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে নোকিয়া।

২০২২ সালে ২ হাজার ৭০৪ কোটি ডলারের ব্যবসা করেছে নোকিয়া। যা আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি। চলতি বছর এ ধারা অব্যাহত রাখতে চায় ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।