ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

দুর্নীতি করে ভাগ্য গড়তে ক্ষমতায় আসেনি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ । ১৬৩ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দুর্নীতি করে ভাগ্য গড়তে ক্ষমতায় যাননি। আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী এদিন ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বক্তব্যে পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ, সেটা নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি; জনগণের ভাগ্য গড়তে এসেছি।
তিনি বলেন, তাই যখন কেউ মিথ্যা অপবাদ দেয়, সে অপবাদ নিতে আমি রাজি না এবং ওয়ার্ল্ড ব্যাংক এ অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা সফল হয় নাই, দিতে পারেনি।
তিনি বলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলেই আজকে এত দ্রুত আমরা এই কোটালীপাড়া, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আসতে পারছি বা দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি।