ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

‘ওভার ট্রাম্প’ নামের সিরিজে অভিনয় করছেন মাহি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৫:৫৯ পূর্বাহ্ণ । ১৫৬ জন
অভিনেত্রী সামিরা খান মাহি

চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। এরইমধ্যে টিভি নাটকে নিজের অবস্থান শক্ত হচ্ছে তার। এবার প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক হচ্ছে তার। ‘ওভার ট্রাম্প’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মাহি। এই সিরিজে মাহির সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে তার সঙ্গে অভিনয় করছি। অনেক সহযোগিতা করেছেন তিনি।

এ ছাড়াও ভাবনা আপু, নাঈম ভাই, মনওয়ার ভাইসহ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক সহযোগিতা করেছেন। গোছানো একটা টিম ছিল। সবকিছু অন্যরকম একটি সিরিজ হয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর পোস্টার। সেখানে লেখা ছিল, ‘চারিদিকে হেরফের, সেরের উপর সোয়া সের!’ এতে বোঝাই যাচ্ছে ভিন্নধর্মী একটি কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন মাহি। শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘ওভার ট্রাম্প’। এতে মাহি ও চঞ্চল ছাড়াও ছিলেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।