সামাজিক ইস্যুতে প্রতিবাদ প্রদর্শনের জন্য বেশ পরিচিত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এ তারকা। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
ফিলিস্তিনি শিশুদের স্মরণ করে তিনি পোস্টে লিখেন, আমি একটি বিষয় নিশ্চিতভাবে জানি, শিশুদের হত্যা কোনো সমস্যার সমাধান নয়। দয়া করে থামুন। মনে রাখবেন, শান্তিপূর্ণ পৃথিবী তাদের প্রাপ্য।
দিয়া মির্জা একটি মর্মান্তিক অনুভূতি প্রকাশ করে লিখেন, আমাদের শিশুরা মূল্যবান। তারা যে কোনো দেশ বা অঞ্চলেরই হোক না কেন। যে কোনো কিছুর বিনিময়ে শিশু হত্যাকে সমর্থন করা যায় না। মানবতার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।
এদিকে ইসরাইলের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং সাড়ে তিন হাজারের বেশি নারী।