fgh
ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় অবরোধের প্রথম দিনেই বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া: টিয়ার-সেল নিক্ষেপ

শুভজিৎ সারকার
নভেম্বর ৫, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ । ২১৭ জন

বিএনপির ডাকা ২দিনের অবরোধের প্রথম দিনে বগুড়ার তিনমাথা তেলিপুকুর এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ।
প্রথমে সকাল ৮টার দিকে বিএনপির অঙ্গসংগঠনের সদস্যরা বগুড়ার তিন মাথায় এলাকায় জড়ো হতে থাকে। পরে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়।
সংখ্যা গত দল ভারী হওয়ার পরে তারা গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশের সঙ্গেও অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে।
পুলিশকে লক্ষ্য করে  অবরোধকারীরা বেশ কয়েকটি ককটেলও নিক্ষেপ করে। পুলিশ তাদের সঙ্গ ভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ এবং র‍্যাবের যৌথ উপস্থিতিতে  পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।