fgh
ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

দেশে ফিরছেন নওয়াজ, তবে প্রতিশোধ নেওয়ার জন্য না

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ । ১৪০ জন

পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ বলেছেন, দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ চলতি মাসের ২১ তারিখে লন্ডন থেকে দেশে ফিরবেন। তবে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ফিরছেন না।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফের আমলে কোনো মুদ্রাস্ফীতি ছিল না। তবে ২০১৮ সালে কারচুপির নির্বাচন হয়েছিল, যা জনগণকে অগ্রগতি এবং সুখ থেকে বঞ্চিত করেছে। শাহবাজ বলেন, নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে সরানো হয়নি, বরং জনসাধারণের উন্নয়ন ও সমৃদ্ধির পথ বাধাগ্রস্ত হয়েছে।

দেশটির আসন্ন নির্বাচনে দলীয় রাজনৈতিক প্রচারণায় নেতৃত্ব দেওয়ার জন্য আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরবেন পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ। দুর্নীতির এক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ শরিফ।

আদালতের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লন্ডনে থেকে যান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। চার বছর পর দেশে ফেরা উপলক্ষ্যে নওয়াজ শরিফকে বিশাল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা করছে পিএমএল-এন।

২০১৮ সালে পাকিস্তানের বহুল আলোচিত আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। এ মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডনে যান নওয়াজ শরিফ।

সেই সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল, ইমরান খানের সরকার ও তার সমর্থকরা নওয়াজ শরিফকে বিষ প্রয়োগের চেষ্টা করেছে। যে কারণে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিক ও লন্ডন ব্রিজ হাসপাতালে চার মাস ধরে চিকিৎসা নেন তিনি।

গত মাসে পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন তার ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে নওয়াজ শরিফ লন্ডন থেকে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে পিএমএল-এন ঘোষণা দেয়।whatsapp sharing button