fgh
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

নিউইয়র্কে বিয়ে করতে পালিয়ে যান শাহরুখ-কাজল!

বিনোদন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ । ১৫৯ জন

সেই ‘বাজিগর’ ছবির সময় থেকে আলাপ শাহরুখ-কাজলের। তার পর ধীরে ধীরে তা বন্ধুত্বে পরিণত হয়। তাদের বন্ধুত্বের বয়স প্রায় দু’দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তারা।

একটা লম্বা সময় একসঙ্গে কাজ করেননি বলিউডের এই হিট জুটি। শোনা গিয়েছিল, স্বামী অজয়ের দেবগানের আপত্তির কারণেই নাকি নিজেকে গুটিয়ে নেন কাজল। ২০১০ সালে ফের জুটি বাঁধেন তারা। ছবির নাম ‘মাই নেম ইজ় খান’। করণ জোহর পরিচালিত সেই ছবির শুটিংয়ে একটা লম্বা সময় আমেরিকায় ছিলেন তারা।

সম্প্রতি ‘মাই নেম ইজ় খান’ ছবির শুটিং চলাকালীন শাহরুখ ও কাজলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে একটি ক্যাবে করে কোথাও রওনা দেন তারা। তারকা যুগলকে দেখামাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তারা বাস্তবে বিবাহিত। বলেছিলেন, ‘আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।

এই কথা শুনে রসিকতার স্বরে শাহরুখ বলেছিলেন, ‘আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।  শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসিকতায় অভ্যস্ত ছিলেন বলিউড তারকা।