ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

শাহরুখের স্ত্রী গৌরী খান ছবি আপলোড করে ট্রোলের মুখে

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৬:১৯ পূর্বাহ্ণ । ২৫৩ জন
বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। অবশ্য তিনি নিজের নামেই পরিচিত। স্বামীর মতো অভিনয় জগতে পা না রাখলেও নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয় তার লাইফস্টাইল। তাকে ঘিরে চর্চা হয় নিয়মিত। আলোচনার পাশাপাশি সমালোচিতও হন মাঝে মাঝে। এই যেমন সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি আপলোড করে পড়লেন ট্রোলের মুখে।

 

সদ্য দুবাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌরী। সেই ছবি পোস্টও করেছিলেন ইনস্টাগ্রামে। গেটি ইমেজের পক্ষ থেকেও পোস্ট করা হয়েছে গৌরীর ওই ছবি। দুটো ছবিকে পাশাপাশি রাখলে পার্থক্য় বেশ বোঝা যাচ্ছে। দুই ছবিতে গৌরীকে দু’রকম লাগছে। ইনস্টাতে গৌরী যে ছবি পোস্ট করেছেন, সেখানে শাহরুখ ঘরনির গায়ের রং অনেক ফর্সা, মোহনীয় ত্বক, চোখগুলো বেশ বড় এবং চোখের রং গাঢ় দেখাচ্ছে।