fgh
ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  • অন্যান্য

আমি কী তুমি, এক রহস্যেময় চরিত্রে মেহজাবীন

অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ । ১৭১ জন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরাই একজন দক্ষ অভিনয়শিল্পীর কাজ। এই কাজটি নিখুঁতভাবে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিনিয়ত বিভিন্ন চরিত্রে মেলে ধরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে গেল ঈদে মাত্র একটি টেলিছবি প্রচার হয়েছে তার। তার অভিনীত ‘পুনর্জন্ম-অন্তিম পর্ব’ ঈদের অন্যতম আলোচিত ও দর্শকপ্রিয় কাজ। এদিকে কয়েক দিন ধরে মেহজাবীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরই মাঝে আচমকা চমকে দিলেন সবাইকে। সম্প্রতি একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন তিনি। তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’ এই প্রশ্নের উত্তর কখনো শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না।

উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।

জানা যায়, এটি একটি ওয়েব সিরিজ। যা নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহজাবিন। ওয়েব সিরিজটিতে থাকছে ৭টি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে তার সঙ্গে আর কে অভিনয় করেছেন তা রহস্যের ধারা অব্যাহত রেখে পরিচয় করানো হবে। এ প্রসঙ্গে এর পরিচালক ভিকি জাহেদ বলেন, সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে সাসপেন্স-থ্রিলের সঙ্গে দর্শক  রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফরম আই-স্ক্রিনে মুক্তি পাবে।