fgh
ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  • অন্যান্য

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ । ১৬৬ জন
সাধারণ রোগীর মতো চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কিনে সাধারণ রোগীর মতো চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষুবিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।