fgh
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  • অন্যান্য

আরও সাহসী চরিত্রের অভিনয় করতে চান রানী

বিনোদন ডেস্ক
জুন ১২, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ । ১৬২ জন
বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

‘মর্দানি’, ‘হিচকি’, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’—রানী মুখার্জির এই ছবিগুলো বারবার প্রমাণ করেছে যে সমাজে বিপ্লব আনতে পারেন নারী। আনতে পারেন যুগান্তকারী পরিবর্তন। আর তাই সর্বদা এমন চরিত্রের সন্ধানেই থাকেন রানী।

গনমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে রানী গত শনিবার বলেছেন, ‘আমি সেই ধরনের কাহিনির অংশ হতে চাই, যেখানে নারীর নেতৃত্বে সমাজে বদল আসবে। যেখানে সামাজিক প্রথাকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নারীই যথেষ্ট। এই ধরনের চরিত্র আমাকে সব সময় আকর্ষণ করে। কারণ পর্দায় সব সময় আমি নারীকে সাহসী আর স্বাধীনচেতা হিসেবে তুলে ধরতে চেয়েছি।’

বিবৃতিতে সবচেয়ে প্রিয় ছবির কথাও জানিয়েছেন রানী। এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘আমার সব সময়ের প্রিয় ছবি হলো ‘মাদার ইন্ডিয়া’। ছোটবেলা থেকেই এটি আমার প্রিয় ছবি। এই ছবির মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের সামনে নারীত্ব আর তার সততাকে তুলে ধরা হয়েছে।