ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় অটিজম চিকিৎসায় এলো “ কিডস  লাইফ ’’

হাসান শাব্বীর
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ । ১২৯ জন
সূত্রাপুর  কেন্দ্রীয় ঈদগাহ লেনে  “ কিডস  লাইফ ’’ এর উদ্বোধন অনুষ্ঠানে দেশের খ্যাতনামা চিকিৎসক ডা: আহমেদ পাভেল সহ আমন্ত্রিত অতিখথবৃন্দ ।

আমাদের দেশে প্রতি  ৯৪ জন শিশুর মাঝে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে ।  বিশেষ চাহিদা  সম্পন্ন এই  শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে  আনতে বগুড়ায়   আমার সন্তান আমার পৃথিবী স্লোগানকে সামনে রেখে   “ কিডস  লাইফ ’’ নামক একটি  প্রাইভেট কেয়ার  সেন্টারের  যাত্রা  শুরু  হয়েছে  । শনিবার সন্ধ্যায়  সূত্রাপুর  কেন্দ্রীয় ঈদগাহ লেনে  এই প্রতিষ্ঠানের কার্যপরিধি ,   লক্ষ্য –  উদ্দেশ্য  জানাতে  এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  দেশের খ্যাতনামা চিকিৎসক ডা: আহমেদ পাভেল ।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন বগুড়া উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা ডা: সামির  হোসেন মিশু, মোহাম্মদ আলী  হাসপাতালের  আর.এম.ও  ডা:  মুশফিকুর  রহমান  কাজল , ডা: তৌহিদা  সুলতানা , বগুড়া পৌরসভার  ৮ নম্বর  ওয়ার্ড  কাউন্সিলর অধ্যক্ষ  এরশাদুল  বারী এরশাদ সহ  জেলার খ্যাতনামা চিকিৎসকবর্গ  ।  প্রতিষ্ঠানটির  উদ্যোক্তা শহীদ জিয়াউর  রহমান মেডিকেল  কলেজের ফরেনসিক বিভাগের  প্রধান  ডা: মিজানুর  রহমান  জানান- সামাজিক দায়বদ্ধতা  তেকে এমন একটি উদ্যোগ করেছেন তিনি । আমাদের চারপাশে জন্মগত ভাবে শারীরিক, মানষিক অপূর্নতা নিয়ে অনেক শিশু রয়েছে । তাদের পরিবারের কাছে   একেকটি দিন একেটি  বছরের মতো । তাদের সমস্ত হাসিখুশি স্তিমিত হয়ে  যায় বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুটিকে ঘিরে । এই সকল মা-বাবা ও তাদের পরিবারের জন্য  ঐ শিশুটিকে নিয়ে স্বাভাবিক জীবন যাপনের স্বক্ষম করতে কাজ করবে “ কিডস  লাইফ ’’ ।

দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক,থেরাপিস্টরা  কাজ করবেন এখানে । ব্যবসা নয় সেবা ও মানবিকতা থেকেই আমার এ উদ্যোগ । দেরীতে কথা বলা ,   অকুপেশনাল থেরাপী ,  স্পিচ  এন্ড  ল্যাংগুয়েজ থেরাপী ,  ডাউন সিনড্রম সহ নানা চিকিৎসা সেবা পাবেন সাধারণ মানুষ ।  এছাড়াও থাকছে ডে- কেয়ার  সেন্টার ।   অনুষ্ঠানে আলোচকরা  ডা: মিজানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা  করেন এবং প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা জানান । সরকারী শিশু বিকাশ সেন্টারগুলোর পাশাপাশি বগুড়ায় নতুন পথচলা শুরু  করা  “ কিডস  লাইফ ’’  অটিজম চিকিৎসায়  বড় ভূমিকা রাখবে বলে জানান এর  উদ্যোক্তা ।