পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপান গিয়ে সেখানকার একটি গণমাধ্যমকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার মোদি বলেন, তার দেশ এখন পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চায়। যদিও তিনি বরাবরের মতোই এ ইস্যুতে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন।
খবরে জানানো হয়, দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের পরিবেশ পাকিস্তানকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন মোদি। পাকিস্তান যদিও এ মাসের শুরুতে ভারতের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, ভারত কূটনৈতিক আলোচনায় সন্ত্রাসবাদকে টেনে এনে উদ্দেশ্য হাসিল করতে চায়। তবে মোদি জাপান গিয়ে আবারও সন্ত্রাসবাদ প্রসঙ্গ টেনে আনেন। তিনি নিক্কেই এশিয়াকে বলেন, ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ ও শত্রু ভাবাপন্ন আচরণ বন্ধ না করে তাহলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টি হবে না।
শান্তি প্রস্তাবের পাশাপাশি পাকিস্তানের দায়িত্ব সম্পর্কেও মন্তব্য করেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ থেকে মুক্ত হওয়া পাকিস্তানের জন্য জরুরি।
পাকিস্তানকে অবশ্যই স্বাভাবিক সম্পর্ক রক্ষার জন্য দায়িত্ব নিতে হবে। দেশটি যাতে সে জন্য উপযুক্ত পদক্ষেপ নেয় সে আহ্বান জানান মোদি।
সাক্ষাৎকারে পাকিস্তানের পাশাপাশি চীনের প্রসঙ্গও টেনে আনেন মোদি। চীনের সঙ্গে ভারতের জটিল সম্পর্ক নিয়ে মোদি বলেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। নয়া দিল্লি সার্বভৌমত্ব, আইনের শাসন ও শান্তিপূর্ণভাবে সমস্যা মেটানোর উপর জোর দেয়। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি হয়েছিল। এরপর নানাভাবে সেই সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা করা হয়েছে। সীমান্তে উত্তেজনাও কমে এসেছে।
সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার উপায়ও জানিয়ে দেন মোদি। তিনি বলেন, ভারত ও চীনের মধ্যেকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উন্নতি হওয়া সম্ভব। পারস্পরিক সংবেদনশীলতা, পারস্পরিক স্বার্থরক্ষার উপর এটি নির্ভর করছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই দু’পক্ষের সম্পর্ক স্বাভাবিক হলে গোটা অঞ্চলের পাশাপাশি সার্বিকভাবে গোটা বিশ্বেরই লাভ হবে।
এদিকে জি-৭ সম্মেলন হচ্ছে জাপানের হিরোশিমায়। সেখানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগদানের আগেই তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন।