ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  • অন্যান্য

বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন

অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ । ১১৫ জন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। রাতে গোলাম রাব্বানী নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। ছয় জনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, গোলাম রাব্বানীর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকায়। তিনি ওই এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ইব্রাহিম (৩৫) নামে একজন চিকিৎসাধীন।