ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  • অন্যান্য

পাঁচ দিন চিকিৎসকদের পর্যবেক্ষণের পর আজ বাসায় ফিরবেন খালেদা

অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ । ১০৮ জন
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) বিকালে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফিরছেন।

 

সাংবাদিকদের  এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা পর্যালোচনা করে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বাসায় তার চিকিৎসা চলবে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি রয়েছেন।

এ আগে গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপের জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।