fgh
ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

দেশে ৭ এপ্রিল থেকে বৃষ্টি হয় না টানা ১১ দিন

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ । ২১৫ জন
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। ওই দুদিন বৃষ্টি হলেও তা হবে সামান্য। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ আজ মঙ্গলবার সকাল ১০টায় এ তথ্য জানিয়েছেন।

তীব্র গরম সারা দেশে। কোথাও কোথাও বইছে তাপপ্রবাহ। রাজধানীসহ সারা দেশে গরমে নাকাল মানুষ। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সিলেটে খানিকটা বৃষ্টি হয়েছে। তবে তার পরিমাণ ছিল সামান্য। রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে। তবে তাতে গরম কমবে না।