ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

এবার ঈদে এক ডজন গান নিয়ে হাজির কাজী শুভ

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ । ১১৫ জন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার কাজী শুভ। গত বেশ কিছুদিন ধরেই তিনি ব্যস্ত সময় পার করছেন ঈদের গান নিয়ে। এবারের ঈদে বিভিন্ন গীতিকার ও  সুরকারের সুরে প্রায় এক ডজন গান প্রকাশ হতে যাচ্ছে তার। এ গানগুলো ঈদের আগেই প্রকাশ হবে বলে জানালেন কাজী শুভ। এরমধ্যে  ‘হইলে বধূ মন্দ হবে না’ শিরোনামের একটি গানের কথা লিখেছেন আর এ আশরাফুল। সুর ও সংগীত শোভন রয়। ভিডিও পরিচালনায় পাভেল জয়। গানটি প্রকাশ হবে কাজী শুভ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। অন্যদিকে প্রসেনজিত মণ্ডলের কথায় ও শোভন রয়ের সুর-সংগীতে ‘তোমায় ভালোবাসি’ শিরোনামের গান প্রকাশ হবে এম এম প্রেডাকশনের ব্যানারে। এর বাইরে দেলোয়ার আরজুদা শরফের কথায়, অভি আকাশের সুরে, শোভনের সংগীতায়োজনে ‘মাটির পরী’, হুমায়ন কবিরের কথা-সুরে ‘পাগল বানাইলি’সহ একডজন গান এবার প্রকাশ হবে এ শিল্পীর।

কাজী শুভ বলেন, এ গানগুলোর মধ্যে অধিকাংশই একটু জমজমাট ডান্স মুড এর গান। আশা করি এবারের ঈদে এই গানগুলো শ্রোতাদের জন্য বাড়তি আনন্দ দেবে।