তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব নিউ ক্যাসল কর্তৃপক্ষ। খবর দা গার্ডিয়ানের।
সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ওই দুই দেশে কয়েকশ ভবন ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানিয়েছে, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’
নিউক্যাসলের টুইটার পোস্টে আরও বলা হয়েছে, আতসু নিউক্যাসলে পাঁচটি মৌসুম কাটিয়েছেন। প্রথমবার 2016 সালে চেলসি থেকে লোনে যোগদান করেন এবং ক্লাবটিকে প্রিমিয়ার লীগে প্রমোশন জিততে সাহায্য করেন।
৩১ বছর বয়সী এ ফুটবলার তুর্কি ক্লাব হাতায়স্পরের হয়ে বর্তমানে খেলছিলেন। এর আগে বছর পাঁচেক এর মতো ইংলিশ ক্লাব নিউ ক্যাসল মাতিয়েছেন আতসু। রোববারও তিনি কাসিম্পাসার বিপক্ষে খেলে জয়ী হয়েছেন।