ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  • অন্যান্য

জামিন পেয়েই যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাহি

অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ । ১১৬ জন
ছবি: সংগৃহীত চিত্রনায়িকা মাহিয়া মাহি

মামলা, গ্রেপ্তার ও দুপুরে কারাগারে প্রেরণ, বিকালে জামিন- চিত্রনায়িকা মাহিয়া মাহির শনিবারটা এভাবেই গেছে। ওমরাহ শেষে এদিন সৌদি আরব থেকে দেশে ফিরতেই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেলা কারাগারে। তবে বিকাল ৪টায় তাকে জামিন দেয়া হয়। জামিনের পর দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদেরকে স্মরণ করলেন মাহি। কারাগার থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর জন্যই ন্যয়বিচার পেয়েছেন বলে জানান মাহি। এরপর তিনি স্মরণ করলেন সহকর্মী ও সাংবাদিকদের, যারা তার পক্ষে আওয়াজ তুলেছিলেন। সোশ্যাল হ্যান্ডেলে মাহি লিখেছেন, ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, তমা মির্জা, রাজ রিপা, জাহারা মিতু, রোমানা নীড় আর বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা, আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

এই অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। এই তালিকায় আছেন জয়া আহসান, মেহের আফরোজ শাওন, রেদওয়ান রনি, পরীমনি, অধরা খান, তমা মির্জা, রাজ রিপাসহ অনেকে। তাই জামিন পেয়েই তাদেরকে স্মরণ করলেন মাহি।