fgh
ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  • অন্যান্য

বৃষ্টির পরও কেন কমছে না ভ্যাপসা গরম? কী বলছেন আবহাওয়াবিদ

নিউজ ডেক্স
জুলাই ১৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ । ৪০ জন

বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। যার ফলে সারা দেশে বিভিন্ন স্থানে হচ্ছে হালকা থেকে ভারি বৃষ্টি। এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা। এ গরমৌসুমি বায়ু মে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

কেন কমছে না ভ্যাপসা গরম জানতে চাইলে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমে বলেন, জুন থেকে সেপ্টেম্বর দেশে ‘উষ্ণ বৃষ্টি’ হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা। ফলে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা।

তিনি আরও বলেন, জুলাই বৃষ্টিপ্রবণ মাস, সার্বিক তথ্য-উপাত্ত বিবেচনায় এই মাসজুড়েই থাকবে এমন আবহাওয়া।

অন্যদিকে, জুলাই মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।