তবে সকালে তিনজন নিহতের খবর পাওয়া যায়। নিহত ওই তিনজনকে নিজের পক্ষের লোক বলে দাবি করেছিল সাদ ও জুবায়েরপন্থিরা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাদপন্থিরা’ এবার ইজতেমা করতে পারবে কি-না তা নিয়ে বিবদমান গ্রুপ গুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।
এ ছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।