ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আল-আযহার বৃত্তি প্রকল্পের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ । ৪৬ জন

শতদল সমাজ কল্যাণ সংস্থা (সুক) এর অঙ্গ প্রতিষ্ঠান আল-আযহার একাডেমি, বগুড়া পরিচালিত ‘আল আযহার বৃত্তি প্রকল্প’ এর পরীক্ষা শনিবার একযোগে দু’টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়।

কেন্দ্র দু’টি হলেঅ- আইডিয়াল নার্সিং কলেজ, কলোনী, বগুড়া এবং সাজাপুর ফুলতলা মাদরাসা, শাজাহানপুর, বগুড়া। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শতদল সমাজ কল্যাণ সংস্থা (সুক) এর চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসাইন, পরিচালক (অর্থ) মোঃ হারুন-উর-রশীদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া সদরের এটিও আব্দুল ওয়াহেদ এবং শাজাহানপুরের এটিও মোমিনুল ইসলাম। সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১ম হতে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬০৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে।

এর মধ্যে প্রথম শ্রেণিতে ৯৭ জন, দ্বিতীয় শ্রেণিতে ১২১ জন, তৃতীয় শ্রেণিতে ১২৫ জন, চতুর্থ শ্রেণিতে ১৩৩ জন, পঞ্চম শ্রেণিতে ১২৯ এবং ইংলিশ মিডিয়ামের ৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। শতদল সমাজ কল্যাণ সংস্থা (সুক) এর চেয়ারম্যান মোঃ সেলিম রেজা জানান, প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে তাদেরকে বৃহত্তর প্রতিযোগীতার উপযোগী করে গড়ে তোলার জন্য এই আয়োজন। আল-আযহার একাডেমীর পক্ষ থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।