ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

মারবা? পারবা না: হাসনাত-সারজিস

নিউজ ডেস্ক:
নভেম্বর ২৮, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ । ১৪ জন

‘মারবা? পারবা না।’ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে নিজেদের গাড়িবহরে ট্রাকচাপা দেয়ার ঘটনায় এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা দশ মিনিটের দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তারা। দুজনে একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন।

বিজ্ঞাপন

পোস্টে আরও লিখেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।