সেঞ্চুরির পথে ছুটছেন ওপেনার টনি ডি জর্জি (১৩৪ বলে ৮৬), ফিফটি পূর্ণ করেছেন ট্রিস্টান স্টাবস (১০৭ বলে ৫০)। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ৩২ ওভারে ১০৬ রানের।
স্বাগিতক বাংলাদেশকে হতাশ করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছে সফরকারী দলটি।
প্রটিয়াদের ৬৯ রানের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে দক্ষিন আফ্রিকার আর বিপদ হতে দেননি টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় উইকেটে তারা ৪০ রান তুলে অবিচ্ছিন্ন আছেন।
ফিফটি থেকে ১ রান দূরে আছেন ডি জর্জি। এই ওপেনার ৪৯ রান করেছেন ৭১ বলে ৪টি চার ও ১ ছক্কায়। স্টাবস অপরাজিত ৪২ বলে ২৩ রানে।
বল হাতে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দিলেন তাইজুল ইসলাম। তার বলে এগিয়ে এসে হাঁকাতে গিয়ে মিড অনে মুমিনুল হককে ক্যাচ দিলেন আইডেন মার্করাম।
অষ্টাদশ ওভারে প্রথম সফলতার দেখা পেল বাংলাদেশ। ৬৯ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রটিয়া অধিনায়ক ফিরলেন ৫৫ বলে ২ চারে ৩৩ রান করে। ডি জর্জির (৪৯ বলে ৩২) নতুন সঙ্গী ট্রিস্টান স্টাবস।
বাংলাদেশকে হতাশ করে দ. আফ্রিকার দারুণ শুরু
বাংলাদেশকে হতাশ করে চট্টগ্রামে ভালো শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে তারা তুলে ফেলেছে পঞ্চাশ রান।
সুযোগ যে বাংলাদেশ পায়নি তা নয়। তবে তা কাজে লাগাতে পারেননি অভিষিক্ত মাহিদুল ইসলাম। ডানে ঝাঁপিয়েও টনি ডি জর্জির ক্যাচ নিতে পানেনি উইকেটকিপার। ম্যাচের সপ্তম ওভারে ডি জর্জির রান তখন ৬।
সবশেষ: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ১৩ ওভারে ৫৫ রান। ডি জর্জি ৩৫ বলে ২২* ও আইডেন মার্করাম ৪৩ বলে ২৯*।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে সাদা পোষাকে অভিষেক হচ্ছে উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু মঙ্গলবার বেলা ১০ টায়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।
বাংলাদেশের একাদশে মোট পরিবর্তন ৩টি। চোটের কারণে নেই লিটন দাস ও জাকের আলী। বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।
বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার মাহিদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে দুই হাজারের কাছাকাছি রান করেছেন ২৫ বছরবয়সী ক্রিকেটার। ব্যাটিং গড় ৩০.৬৯।
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন দুটি। ম্যাথু ব্রিটস্কি ও ডেন পিটের জায়গায় এসেছেন পেস অলরাউন্ডার ডেন প্যাটারসন ও স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
মিরপুরে প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজ ড্র করতে হলে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।