প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, ৯ নম্বর ভবনটি সচিবালয়ের ক্লিনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। ওই ভবনের একজন কর্মকর্তা কালবেলাকে জানান, আমরা ধারণা করছি এ ভবনের তিন তলার কোনো একটি কক্ষের এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।