fgh
ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

৯/১১ হামলায় অভিযুক্ত তিন ব্যক্তি দোষ স্বীকারে সম্মত

অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ । ১২২ জন

 

১১ সেপ্টেম্বর, ২০০১ সালের সন্ত্রাসী হামলার পরিকল্পনায় অভিযুক্তদের মধ্যে তিনজন মৃত্যুদণ্ড বিনিময়ে দোষ স্বীকার করে একটি প্রি-ট্রায়াল চুক্তি করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, কিউবায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভিকে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রসিকিউশন মৃত্যুদণ্ড না চাওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করবে। তবে এই প্রি-ট্রায়াল চুক্তির শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় প্রায় ৩ হাজার মানুষ আল-কায়েদার হামলায় নিহত হয়েছিল, যা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা এবং আফগানিস্তান ও ইরাকে আক্রমণের সূত্রপাত করেছিল। ১৯৪১ সালে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি হামলায় দুই হাজার ৪০০ জন নিহত হয়েছিল। এরপর ৯/১১ এর হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা।`

দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, এই চুক্তিটি প্রথমে একটি চিঠিতে ঘোষণা করা হয়েছিল, যা প্রসিকিউটরদের মাধ্যমে অভিযুক্তদের পরিবারের কাছে পাঠানো হয়। প্রধান প্রসিকিউটর রিয়ার অ্যাডমিরাল অ্যারন রাগের এই চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অপসারণের বিনিময়ে এই তিন অভিযুক্ত চার্জশিটে তালিকাভুক্ত দুই হাজার ৯৭৬ জনকে হত্যাসহ সব অপরাধ স্বীকার করতে সম্মত হয়েছে।