রাজধানী যাত্রাবাড়ী থানার কাজলা হালটপাড়ের ঝিলপাড়ের পানি থেকে অজ্ঞাতপরিচয় (৪৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ্ জানান, আমরা খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাজলা হালটপাড়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা ঝিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।