fgh
ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ । ৯২ জন

রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে কঙ্গোর নগরী কিনশাসা। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, ১৩৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১১৬।

ঢাকা রয়েছে বায়ুদূষণ তালিকার ১২ নম্বরে। দূষণ স্কোর ৮৩ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা ভালো মানের।