fgh
ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  • অন্যান্য

বুধবার শেষ ধাপের ভোট, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ । ১০৬ জন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ করা হবে আগামী বুধবার। এ উপলক্ষে দেশের ৫৮টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।