fgh
ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

পদ্মায় ডুবে গেল যানবাহন নিয়ে নোঙর করা ফেরি

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ১৭, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ । ১৫৫ জন

পদ্মা নদীর পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে একটি ফেরি ডুবে গেছে। উৎসুক জনতা ভিড় জমিয়েছেন পাটুরিয়ার ঘাটে

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার প্রথম আলোকে বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।