fgh
ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

আইনমন্ত্রী বললেন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ । ৩৩০ জন
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না; তবে রাজনীতি করতে পারবেন।বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না – এমন কোনো শর্ত ছিল না।’খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না – এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব।’

আনিসুল হক বলেন, ‘আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক।’

মন্ত্রী বলেন, ‘আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।’