fgh
ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ । ১৪৪ জন

টেকনোক্র্যাট কোটার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে।

এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদপুর-২ আসন থেকে মনোনময়পত্র জমা দেব।