fgh
ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

অবশেষে জামায়াতের সমাবেশ করার মৌখিক অনুমতি

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৮, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ । ১৭৫ জন
রাজধানীর আরামবাগে হচ্ছে জামায়াতের সমাবেশ

রাজধানীর আরামবাগ মোড়ে পিকআপের ওপর সমাবেশের মঞ্চ তৈরি শুরু করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এর পর সেখানেই তারা মঞ্চ তৈরির কাজ শুরু করে দেন। যদিও ১২টার দিকে পুলিশ আরামবাগেই তাদের সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেনের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক করে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা। বৈঠকে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেয় পুলিশ।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে জামায়াত নেতাকর্মীরা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখা গেছে। রাজধানীর  টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, নটরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ।