fgh
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  • অন্যান্য

দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ । ১৫২ জন

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আগামী তিন দিনে সারা দেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।