fgh
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  • অন্যান্য

কেনো ভেঙেছিল স্বস্তিকার সঙ্গে জিতের সম্পর্ক

অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ । ১৬৭ জন
স্বস্তিকা মুখোপাধ্যায় ও জিৎ

পর্দায় ও বাস্তবজীবনে খুব সাহসী একটি নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। কলকাতার এই চিত্রনায়িকা নানা সময়ে আলোচনায় থাকেন অভিনয় ও ঠোঁটকাটা স্বভাবের জন্য। একাধিক হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন সে। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও স্বস্তিকার জীবনটা বেশ বৈচিত্র্যময়। বিয়ে করেছিলেন খুব কম বয়সে। অল্প বয়সেই মা হন। কিন্তু বিয়ে টেকেনি তার। দু-বছর পরেই একরত্তি মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। এরপর তাঁর জীবনে অনেকবার প্রেম এসেছে। তাও আবার ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গেই।

তাদের মধ্যে অভিনেতা জিৎ’র সঙ্গে স্বস্তিকার ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে চর্চায় ছিল। একে অপরের সঙ্গে সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তারা। তবে টলিপাড়ার অন্দরমহলে হাওয়ায় ভেসে বেড়ায় তাদের চর্চিত সম্পর্কের গুঞ্জন। জুটি বেঁধে প্রথম ‘মাস্তান’ ছবিতে অভিনয় করেছিলেন জিৎ-স্বস্তিকা। প্রথম ছবি থেকেই দুজনের রসায়ন নজর কেড়ে নেয় দর্শকের। শুধু ক্যামেরার সামনে নয়, শোনা যায় এই ছবির সেট থেকেই প্রেমের সূত্রপাত হয় দুজনের। কিন্তু বেশিদিন টেকেনি সে সম্পর্ক। টলিপাড়ায় রটনা, স্বস্তিকার প্রাক্তন স্বামীর কারণেই নাকি ভাঙন ধরেছিল তাদের সম্পর্কে। সম্পর্কে জড়ানোর মতোই বিচ্ছেদ নিয়েও কোনো মন্তব্য না করলেও, তবে এখন তারা কোনো কাজ করছেন না একসঙ্গে।