fgh
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  • অন্যান্য

আর্জেন্টিনার রাস্তায় প্রেমিকা সাবার সঙ্গে দেখা মিলল হৃতিকের

বিনোদন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ । ১৪১ জন
হৃতিক রোশন ও সাবা আজাদ

হাতে হাত রেখে মাঝে মাঝেই ফটোগ্রাফারদের ফ্রেমবন্দি হন হৃতিক রোশন ও সাবা আজাদ। এবার আর্জেন্টিনায় ছুটি কাটাতে গেছেন তারা। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনো আবার কফি খেতে যাচ্ছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক ও সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। রোশন পরিবারের সঙ্গে ইতোমধ্যে সময়ও কাটিয়েছেন সাবা।

২০০০ সালে সুজ়ান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃত্বিক রোশন। ২০১৪ সালে সুজ়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তাদের সংসারে দুই ছেলে হৃহান ও হৃদান।