দীপঙ্কর দীপনের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এ ‘টুপটাপ’ নামে একটি গান গেয়েছিলেন অরিজিৎ সিং ও সোমলতা। চলতি বছরের মার্চ মাসে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আলট্রা ইন্ডিয়া’য় ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পেয়েছে। সেখানে গানটিরও হিন্দি রূপান্তর করা হয়েছে। ‘রাং চাডহেয়া’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল ও ভারতের অনন্যা শ্রীতম নন্দা। গত শুক্রবার বিকেলে ‘আলট্রা বলিউড’-এর ইউটিউব ও ফেসবুক পেজে গানটি মুক্তি পেয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন কাশি কশ্যপ।