fgh
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ ‍তুমুল সংঘর্ষ

অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ । ১৮৭ জন
সংগৃহীত :ছবি

পদযাত্রা ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে বাংলা কলেজের সামনে সকাল থেকে জড়ো হচ্ছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়।

বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

১২টায় এ প্রতিবেদন লেখার সময় দেখা গেছে, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।