fgh
ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  • অন্যান্য

টুইটারে আসছে আয়ের সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
জুলাই ১৬, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ । ১৪৮ জন
ইলন মাস্কের টুইটার

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে চালু হতে যাচ্ছে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ। নতুন এ উদ্যোগের আওতায় টুইটার ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ দেওয়া হবে। এ সপ্তাহেই রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছে খুদে ব্লগ লেখার সাইটটি।

গত সপ্তাহে মেটার থ্রেডস অ্যাপ উন্মুক্তের পর বেশ চাপে পড়েছে টুইটার। টুইটারের আদলে তৈরি অ্যাপটিতে এক সপ্তাহের মধ্যেই ১০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। ঠিক এমন সময়ে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করার সুযোগ চালু করতে যাচ্ছে ইলন মাস্কের টুইটার।

উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যুক্ত করতে খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।