fgh
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  • অন্যান্য

অনাড়ম্বর আয়োজনে বগুড়ায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার:
জুন ২১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ । ৬৭ জন

অনাড়ন্বর আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় একাত্তর টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে এই এ উৎসব শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও ২৪ এর গণঅভ্যর্থনের শহীদ পরিবারের সদস্যরা।
দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শহীদ পরিবারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন । তারা বলেন নতুন বাংলাদেশ একাত্তর টিভি বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আসম আব্দুল মালেক, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক প্রকাশক সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, এবি পার্টির বগুড়ার সদস্য সচিব এস এ জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাকিব খান, ২৪ এর গণ আন্দোলনের শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান ।