fgh
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  • অন্যান্য

শেরপুরে বিশিষ্ট জনদের নিয়ে জামায়াতের ইফতার

স্টাফ রিপোর্টার:
মার্চ ১২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ । ১৪৫ জন

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলার হামছায়াপুর এলাকায় জামায়াত কার্যালয়ে  বিশিষ্ট জনদের সম্মানে এই আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর ও বগুড়া ৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী  মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হক।

এছাড়াও আরো বক্তব্য রাখেন শেরপুর থানার ওসি (তদন্ত) জয়লান আবেদীন, ইসলামিক বক্তা আবদুল্লাহ আল আমিন, শেরপুর শাহী মসজিদের খতিব আবদুল আওয়াল, বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি জোবায়ের আহমেদ, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান,  শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক প্রমুখ।