fgh
ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  • অন্যান্য

স্বাভাবিক সূচিতে অফিস চালু

অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ । ৯৪ জন

দেশের সরকারি-বেসরকারি সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু হচ্ছে আজ বুধবার থেকে। সেই সঙ্গে চলমান কারফিউর বিধিনিষেধও শিথিল হচ্ছে আরো।

গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সব অফিস।

একই দিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।