কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জারি করা কারফিউ এখনো আংশিকভাবে বলবৎ রয়েছে। রাজধানীসহ পাশের চার জেলায় কারফিউ অব্যাহত থাকলেও তা ৯ ঘণ্টার জন্য শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আগামীকাল শনিবারও একই সময়ে কারফিউ শিথিল রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংঘাতের দিনগুলোয় নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং রবিবার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা হবে।